জাতীয় ঈদগাহ মাঠ পুরোপুরি প্রস্তুত। ঝড়বৃষ্টি হলেও মুসল্লিরা যাতে ঠিকভাবে নামাজ আদায় করতে পারেন, তার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জাতীয় ঈদগাহ মাঠ ঘিরে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

২৯শে জুন পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এদিন সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদগাহ ময়দান প্রস্তুতের দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ঈদগাহ ময়দান প্রস্তুত করতে এবার ২৩ দিন সময় লেগেছে। বৃষ্টি থেকে মুসল্লিদের রক্ষায় ঈদগাহ ময়দানে প্রায় ১ হাজার ৯৫০টি ত্রিপল টানানো হয়েছে।

এবার একসাথে ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। পুরুষ এবং নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সবার প্রবেশের জন্য পৃথক ৩টি গেট থাকবে ময়দানে। এর আগে মূল ফটকসহ সাজসজ্জার কাজ শেষ করে ফেলেছেন এখানে নিয়োজিত কর্মীরা। ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থেকে মুসল্লিদের স্বস্তি দিতে এবার ময়দানে এয়ারকুলার ও ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। শ্রমিকরা এখন শেষ সময়ের কাজ করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, পবিত্র ঈদুল আযহার দিন ঝড়বৃষ্টি হতে পারে। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মুসল্লিরা যাতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য সব রকমের ব্যবস্থা-প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। তাই অতিবৃষ্টি হলেও এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করা যাবে।