ঈদকে সামনে রেখে কর্মমুখর দেশের বৃহৎ রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুর। ঈদের সময় যাত্রী পরিবহনে যুক্ত হচ্ছে ১১০টি বিশেষ কোচ। সেগুলো প্রস্তুত করে নতুন করে তুলছেন শ্রমিকরা। জনবল কম হলেও যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরানোর সেবা নিশ্চিত করতে স্বার্থকতা খুঁজছেন শ্রমিক-কর্মচারিরা।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় অন্যতম পছন্দের পরিবহন ট্রেন। বাড়তি চাপ সামলাতে রেলওয়েতে যুক্ত হচ্ছে ১১০টি বিশেষ কোচ। পুরতন কোচগুলোকে মেরামত করে নতুন সাজে সজ্জিত করা হচ্ছে। নীলফামারীর সৈয়দপুর কারখানায় তাই ব্যস্ততা বেড়েছে।

শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে ইতিমধ্যে প্রস্তুত হয়েছে ৭৯টি কোচ। নির্ধারিত সময়ের মধ্যে বাকিগুলোর কাজ শেষ হবে বলে আশা শ্রমিকদের।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মোমিনুল ইসলাম জানালেন, সৈয়দপুর কারখানায় ৭৩ শতাংশ কর্মচারী সংকট রয়েছে। এরপরও ঈদে বাড়তি চাপ সামলাতে কম জনবল নিয়ে চলছে মেরামতের কাজ।

ঢাকাসহ দেশের বিভিন্ন  রুটে আন্তঃনগর ট্রেনের সঙ্গে যুক্ত হবে এসব কোচগুলো।