ইতিহাস গড়ে তিউনিশিয়ার ওনস জাবিকে হারিয়ে টেনিসের মর্যাদার টুর্নামেন্ট উইম্বলডনের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। শনিবার (৯ই জুলাই) ফাইনালে তৃতীয় বাছাই জাবিরকে ৩-৬, ৬-২ এবং ৬-২ সেটে হারিয়ে পরম আরাধ্য গ্র্যান্ডস্লাম জয় করেন ২৩ বছরের রিবাকিনা।

তার জয়ের মধ্য দিয়ে গ্র্যান্ডস্লামজয়ী দেশের তালিকায় নাম উঠল কাজাখস্তানের। ২৩ বছর বয়সী রিবাকিনার চেয়ে কম বয়সে উইম্বলডন শিরোপা জেতেনি কেউ। সেন্টার কোর্টে প্রথম সেটে প্রথম আরব এবং আফ্রিকান হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের দারুণ শুরু করেছিলেন জাবির।

১৭তম বাছাই রিবাকিনাকে ৬-৩ সেটে হারিয়ে শিরোপায় এক হাত দিয়ে রেখেছিলেন প্রায়। তবে সেখান থেকেই নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ান রিবাকিনা। জয়ে গড়েন ইতিহাস। গত একযুগে তার চেয়ে কমবয়সে কেউ এ শিরোপা জিততে পারেনি। ব্রিটিশ রাজবধু কেট মিডলটনের হাত থেকে ট্রফি নিয়েছেন তিনি।