কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ জলিল নামে এক রোহিঙ্গকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ক্যাম্পে তৎপর আরসা সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে রোহিঙ্গাকে উখিয়া স্পেশালাইজড হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ জলিল (৩৫) উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ বক্লের কামাল হোসেনের ছেলে। তিনি রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন আরএসও’র সক্রিয় সদস্য ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন’র সহ উপ-অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জানান, গতকাল সোমবার বিকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এসে ১৫-২০ জন অস্ত্রধারী আরসা সন্ত্রাসী ৩ রোহিঙ্গাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। তার মধ্যে জলিলকে মঙ্গলবার  ভোরে মাথায় গুলি করে পাশে ফুটবল খেলার মাঠে ফেলে রাখা হয়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।