কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান।
নিহত মো. ইয়াছিন (৩৫) একই ক্যাম্পের সি-১ ব্লকের বাসিন্দা আব্দুল বারীর ছেলে। তিনি ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অধীনে শিশুদের জন্য চালু থাকা লার্নিং সেন্টারের নৈশ প্রহরী ছিলেন।
পুলিশ জানায়, ইয়াসিন ক্যাম্পে নাইট ডিউটি করছিল। এসময় ৭/৮ জন আরসা সশস্ত্র সন্ত্রাসী তার নিজ ব্লকে রাস্তার পাশে তাকে ধারালো ছুরি ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশ জামতলী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াই এবং ত্রাণসহায়তা কমে আসায় সেখানকার ভয়াবহ পরিস্থিতির আরও অবনতি হয়েছে।