দুই দিনের সফরে ঢাকায় এসেছেন উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশেদ খোদজায়েভ। শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ৩৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান তিনি। রাজধানীতে পৌঁছে তিনি একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর সাথে বৈঠক করেন।

বৈঠক শেষে একই হোটেলে গভর্মেন্টাল কমিশন মিটিং অন ট্রেড অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনে অংশ নেয়।  বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে উজবেকিস্তানের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে । দুদেশের পারস্পরিক সম্পর্কবৃদ্ধির জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুদেশের বিভিন্ন সেক্টরের একসাথে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন আরএমজি সেক্টরে বিনিয়োগের বিষয়ে কথা হয়েছে। বাণিজ্যিক সম্পর্কবৃদ্ধির বিষয়ে কথা হয়েছে।

এসময় তিনি বলেন সার আমদানির বিষয়ে কথা হয়েছে। উজবেকিস্তান বাংলাদেশে দূতাবাস করতে চায় । এছাড়া দুদেশের মধ্যে সরাসরি বিমান চালুর বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এই বৈঠকের পর প্রধানমন্ত্রীর  বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে বৈঠক করেন জামশেদ খোদজায়েভ।

এসময় দুদেশের বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।