ভারতের উড়িষ্যায় বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন বাংলাদেশি আহত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন বাংলাদেশি নাগরিকের নিহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রঞ্জন সেন। মুঠোফোনে তিনি কলকাতা থেকে বৈশাখী টেলিভিশনকে জানান, হাই কমিশনের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যা থেকে উড়িষ্যা সরকার এবং সেখানকার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের আহতের খবর মিলেছে। তাদের সেখানকার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, বাংলাদেশিদের জন্য হাইকমিশনের পক্ষ থেকে একটি হটলাইনও চালু করা হয়েছে সার্বক্ষণিক যোগাযোগের জন।

ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশ উপহাইকমিশন তথ্য জানতে বাংলাদেশিদের জন্য এ হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নাম্বার চালু করেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উড়িষ্যার বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। এতে এখন পর্যন্ত ২৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।