রাজধানীর উত্তরায় একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারচালক বুলবুল আহমেদকে (৩৮) আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

নিহতরা হলেন অটোরিকশাচালক তৈবুর আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান রাতুল (২৮)।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার এসআই নুরুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রাইভেটকারচালক বুলবুল আহমেদ আমাদের হেফাজতে আছে এবং মামলা প্রক্রিয়াধীন।

নিহত তৈবুর আলী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।