এবার সাধারণ যাত্রী নিয়ে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে সাতটা থেকে উত্তরা-মতিঝিল পথে মেট্রোরেল চলাচল শুরু হয়। এই যাত্রাপথে এখন ১২টি স্টেশনে মেট্রোরেল থামছে।

এদিন যাত্রীতে ঠাসা ছিলো মেট্রোরেল। উত্তরা থেকে আঁগারগাও পর্যন্ত আগেই চলতো মেট্রো, গতকাল আঁগারগাও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন হওয়ায় ২০ কিলোমিটার উড়ালপথের সুবিধা পেলেন যাত্রীরা। উত্তরা থেকে মতিঝিল যেতে কিংবা আসতে লাগছে আধাঘন্টার মতো। যানজটমুক্ত পরিবেশে ও অনেক কম সময়ে গন্তব্যে যেতে পেরে খুশি যাত্রীরা।

এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন ঢাকার উত্তরা থেকে মতিঝিলের অফিস পাড়াগামী যাত্রীরা। মিরপুর, আগারগাঁও কিংবা ফার্মগেটের যাত্রীদের জন্যও অপেক্ষার অবসান হলো। মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ কিলোমিটার পথে ট্রেন চলাচল গেল বছরের ডিসেম্বরে চালু হয়। এবার চালু হলো আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৯ কিলোমিটার পথে চলাচল।

রোববার সকালে মেট্রোরেলে বেশ ভিড় ছিলো। উত্তরা ও মিরপুরের যাত্রীই ছিলো বেশি। উত্তরা থেকে মাত্র ৩১ মিনিটেই পৌঁছে যাচ্ছেন মতিঝিলে। যা বিস্ময়ের পাশাপাশি স্বস্তি দিচ্ছে যাত্রীদের।

তবে আপাতত মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সাড়ে ৭টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত আগের নিয়মেই চলবে। যাত্রীদের দাবি বিকেলের দিকে অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানালো, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে সবগুলো স্টেশন চালু হবে। পুরোদমে চলবে মেট্রোরেল। বর্তমানে প্রতি ঘন্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন সম্ভব বলে জানায় কর্তৃপক্ষ। এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পথে ৮টি ট্রেন ১০ মিনিট পর পর চালানো হচ্ছে।