শরৎ পেরিয়ে হেমন্তের শুরু। আর এরিমধ্যে দরজায় কড়া নাড়ছে শীতকাল। ইট-পাথরের জঞ্জালে ভরা রাজধানীতে শীত বোঝা না গেলেও উত্তরে শীতের আগমনী বার্তা এসে গেছে। বিশেষ করে সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে ঠাণ্ডা বাতাস ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে। তাপমাত্রা কমতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমন ঘটে একটু আগে ভাগেই। এবারও হিমালয়ের ঠাণ্ডা বাতাস ঢুকতে শুরু করেছে উত্তরাঞ্চলে। মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে শহর থেকে গ্রামঞ্চলের রাস্তাঘাট, টিপ টিপ করে ঝরেছে শিশির।

স্থানীয়রা জানালেন, কয়েকদিন ধরেই জেলায় শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। ভোরের দিকে ঘন কুয়াশা পড়ছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষক কর্মকর্তা জানান, আগাম শীতের প্রভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে। প্রতিদিন গড় সর্বনিম্ন পমাত্রা ২০ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে তা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয়। এর আগে গতকাল সন্ধ্যা ছয়টায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।