উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানি কমে লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চাল থেকে দ্রুত পানি নামছে। তবে বানভাসীদের দুর্ভোগ কমেনি।

এদিকে, কুড়িগ্রামে বেশ কয়েকটি পয়েন্টে নদ-নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও চিলমারী উপজেলার ৭টি পয়েন্টে ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী মানুষ। দুধকুমার নদীর ভাঙনের কবলে পড়েছে কালিগঞ্জ-নাগেশ্বরী সড়কটিও। কুবরিয়ার পাড় এলাকায় পাকা সড়কটি ভেঙে গেলে ২৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছে, ভাঙন ঠেকাতে ওই এলাকায় ৭০ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।