বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ো হাওয়ার কবলে পড়ে ভারতীয় জলসীমায় চলে যাওয়া ৩২ জেলেকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৩শে আগস্ট) রাতে এসব জেলেদেরকে মোংলা কোস্ট গার্ডের ঘাঁটি থেকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।
কোস্টগার্ড জানিয়েছে, গত বৃহস্পতি ও শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়। এ সময় ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের ফিশিং বোট এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আবদুল্লাহ-১ এবং এফভি মায়ের দোয়া বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় চলে যায়। এসময় ১০ জন জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের দেয়া তথ্যে ভারতের কোস্টগার্ড নিখোঁজ জেলেদের সন্ধানে টহল জোরদার করে। পরে আরও ২২ জনকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করা জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন’র কাছে হস্তান্তর করে। রাত ১০টায় কোস্টগার্ড তাদের মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের কাছে হস্তান্তর করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্ধারকৃত জেলেদের তাদের মালিক ও মহাজনের মাধ্যমে বাড়ি ফেরার ব্যবস্থা করেন।
সাগরে ভাসতে থাকার অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে জেলেরা বলেন, ‘আমাদের পাশের জনকে সমুদ্রে ডুবে যেতে দেখেছি। সে সময় নিজে বেচে ফিরে আসতে পারবো ভাবতে পারিনি।’
তারা বলেন, ‘বিমান আর জাহাজ দিয়ে তারা (ভারতীয়রা) আমাদের উদ্ধার করেছে। তারা আমাদের জন্য যা করেছে ভাষায় প্রকাশ করা যাবে না।’