উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।দুপুরে (শনিবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। এসময় ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের পাশে আছে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে দেশের মানুষের কষ্ট দূর করতে যা যা প্রয়োজন তার সব করবে।
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার সোনার বাংলায় কোন মানুষ গৃহহীন থাকবে না। অর্থনৈতিক সংকটের মধ্যেও আমরা দেশের মানুষের যাতে কষ্ট না হয় সে পদক্ষেপ নিয়েছি।’ গ্রাম পর্যায়েও মানুষের উন্নয়ন হচ্ছে উল্লেখ করে কোন জমি যাতে অনাবাদি না থাকে সেজন্য সাধারণ মানুষের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী যেন আমরা নিজেরাই সব কিছু উৎপাদন করতে পারি, সে লক্ষ্যে কাজ চলছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে, মানুষের কষ্ট দূর করার জন্য যা যা করণীয় সেটা করে যাবে। আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে আছে। বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যা যা করণীয় সেটা আমরা করব। শুধু সরকারই নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থাকে, আছে।