সমুদ্র সম্পদ আহরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে দেশের উন্নয়নমূলক কাজে বিদেশি পরামর্শক নিয়োগ কমাতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন তিনি।
আজ (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সভায় মোট দেশজ উৎপাদনে (জিডিপি) গৃহস্থালী কাজে নারীর অবদান নির্ণয় করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গৃহস্থালী কাজটা এমন মেয়েদের ছুটি নাই, বেতন নাই, বোনাস নাই, বিশ্রাম নাই।
বর্তমান রেমিট্যান্স বেড়ে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, রোজা ও ঈদের কারণে এখন রেমিট্যান্স বেড়েছে। তবে আগামীতে এই ধারা থাকবে না। পরে কোরবানির ঈদে হয়তো আবারও বাড়তে পারে। তাই এ নিয়ে উল্লসিত না হয়ে রেমিট্যান্স ধারা অব্যাহত রাখতে কাজ করতে হবে।
এদিন, ১৩ হাজার ৬৫৫ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক।