আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন হলে, মানুষ ভালো থাকলে বিএনপির ভালো লাগে না। বলেন, মানুষ ভালো থাকলে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে যায়। বৃহস্পতিবার (১৯শে মে) গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে বিরোধী পক্ষ আবারো ষড়যন্ত্র শুরু করেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ আবারো ক্ষমতায় বসাবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘যাঁরা অপবাদ দেন, তাঁদের আজ বিশ্বব্যাংকের বক্তব্যের দিকে নজর দিতে বলি। অবশেষে বিশ্বব্যাংক নিজেরাও স্বীকার করেছে, পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে। আর আপনারা (বিএনপি) অপবাদ দিচ্ছেন। পদ্মা সেতু হয়ে গেল, মানুষ খুশি, ফখরুল (মির্জা ফখরুল ইসলাম) সাহেবের মন খারাপ। দেশের মানুষ ভালো আছে, ফখরুল সাহেবের মন খারাপ।’

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। হুমকি, অপবাদ দিয়ে দেশের উন্নয়ন থামিয়ে রাখা যাবে না। আজ দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, গাজীপুর থেকে বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পসহ নানা উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। এসব দেখে আওয়ামী লীগ বিরোধীদের মন খারাপ, মাথা নষ্ট।

পদ্মা সেতু বাস্তবায়ন করতে গিয়ে বঙ্গবন্ধু পরিবারকে হেনস্তা হতে হয়েছে উল্লেখ করে বলেন, পদ্মা সেতু বাঙালি জাতির স্বপ্ন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বপ্ন তথা সমগ্র জাতির সামর্থ্যের স্মারক। কিন্তু এই সেতু করতে গিয়ে বঙ্গবন্ধু পরিবার—শেখ রেহানা, সজীব ওয়াজেদ, পুতুল, ববি—সবাইকে হেনস্তা হতে হয়েছে। কানাডার আদালত যখন আমাদের নির্দোষ প্রমাণ করলেন, তারপরই প্রধানমন্ত্রীর সততা ও সাহসে গড়ে ওঠে স্বপ্নের পদ্মা সেতু।