আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা চাইলেও সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেই, সুযোগও নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। মঙ্গলবার (৩০শে এপ্রিল) কুমিল্লা, মাদারীপুর ও সাতক্ষীরায় প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার  মো. আলমগীর এবং আহসান হাবিব খান এ কথা জানিয়েছেন।

তারা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর। এছাড়া নির্বাচনে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

এদিকে, নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের দিন যতই এগিয়ে আসছে, প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। তাপপ্রবাহের মধ্যেও ভোটার টানতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

আগামী ৮ই মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ততা বেড়েছে। তীব্র গরম উপেক্ষা করেই গণসংযোগ করছেন তারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন, তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মতুর্জা পাপ্পা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

দলীয় সিদ্ধান্ত মেনে আজ মঙ্গলবার (৩০শে এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে ঘটছে সহিংসতাও। বরিশাল সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার রাতে সদর উপজেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি রাসেল মুন্সির নেতৃত্বে এ হামলা হয়। এতে দুইজন আহত হয়েছেন।

মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খানের গাড়িবহরে হামলার অভিযোগে মানববন্ধন করেছে তার সমর্থকরা।

তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা মানববন্ধন করেছে অভিযুক্ত  চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান খান জানুর সর্মথকরা।