যে কোনো মূল্যে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এবারের উপজেলা নির্বাচন ব্যর্থ হলে ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ক্ষুণ্ন হবে।
ভোটারদের নির্বিঘেœ ভোট দেয়ার পরিবেশ নিশ্চিত করতে ডিসি-এসপিদের নির্দেশ দেন সিইসি।
উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে নানা তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করে। সভায় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, পুলিশ প্রধান, সারাদেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সভায় দেয়া স্বাগত বক্তব্যে সিইসি বলেন, ভোটারদের নির্বিঘেœ ভোট দেয়ার পরিবেশ তৈরি করতে ডিসি এসপিদের তৎপর থাকতে হবে।
গণতান্ত্রিক ধারাবাহিকতা ধরে রাখতে যেকোন মূল্যে সুষ্ঠু নির্বাচন করার কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ।
পরে, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কথা শোনে নির্বাচন কমিশন।