অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিবের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে এখন চারটি মন্ত্রণালয়/ বিভাগের দায়িত্ব রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি।

উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পূর্বে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে থাকলেও, নতুন বিজ্ঞপ্তিতে তিনি শুধু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আসিফ নজরুল। ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আছেন উপদেষ্টা হাসান আরিফ। খাদ্য মন্ত্রণালয়ের সার্বিক দায়িত্বে রয়েছেন আলী ইমাম মজুমদার।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এছাড়া সদ্য উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া সেখ বশিরউদ্দীন বাণিজ্য মন্ত্রণালয় এবং  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। অন্যদিকে, উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালন করবেন।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।