অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে ফ্যাসিবাদের দোসররদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার (১১ই নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় প্ল্যাটফর্মটির।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই- আগষ্টে ফেসবুকে ২/১টা পোস্ট দিয়েই উপদেষ্টা হয়ে যাচ্ছেন। কিভাবে হচ্ছে সেটি বোঝা দরকার। তিনি বলেন ভারতের দালালী করা ব্যক্তিরাও ডাক পাচ্ছেন বঙ্গভবনে, যেটি অভ্যুত্থানের সাথে বেঈমানী।
এসময় তিনি জানতে চান কাদের পরামর্শে এই আওয়ামী দোসরদের নিয়োগ দেওয়া হচ্ছে। অবিলম্বে সরকারের কাছে এসব প্রশ্নের জবাব চান তিনি।
হাসনাত বলেন, শিক্ষার্থীরা যখন আওয়ামী দোসরদের তাড়াতে ব্যস্ত, তখন বঙ্গভবনে বসে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে, যারা ধানমন্ডি ৩২ নাম্বারকে কাফেলা মনে করে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসর যারা তাদের ২৪ পরবর্তী এদেশে আমরা দেখতে চাই না। উপদেষ্টাদের নিশ্চিত করতে হবে গত ১৬ বছরে তাদের অবদান কি। আমরা জানতে চাই কাদের পরামর্শে এই আওয়ামী দোসরদের নিয়োগ দেওয়া হচ্ছে।
সরকার যদি ছাত্রদের দাবি না মানে তবে প্রয়োজনে বিকল্প খুঁজে নিতে শিক্ষার্থীরা রাস্তায় নামবে বলেও হুঁশিয়ারি দেন হাসনাত।
উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই। সমঝোতার ভিত্তিতে যদি তাদের নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনারা ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করছেন।’
সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘আমাদের অবহিত না করে গতকাল ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে যদি চলতে থাকে, আমরা নতুন সরকার গঠন করতে বেশি সময় লাগবে না। ২৪ এর গণ-অভ্যুত্থান রক্ষা করতে আমরা রক্ত দিয়ে মাঠে থাকব। এ বিপ্লব আমরা নষ্ট করতে দেব না, নষ্ট হতে দেব না।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন সমন্বয়ক আব্দুল কাদের, কানিস ফাতেমা, রাফিদ হাসান সাফওয়ান, রিফাদ রশীদ, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলাম প্রমুখ।