প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তা বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। আগামি জাতীয় নির্বাচনও অবাধ এবং নিরপেক্ষ হবে। এ নিয়ে কেউ আর কথা বরতে পারবে না। আজ সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যর ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। সরকার বৈশ্বিক মন্দার মধ্যেও দেশের মানুষের খাদ্য যোগান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার স্পিকার ডক্টর শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ সংসদের একুশ তম অধিবেশনের কার্যক্রম। কার্যসূচী অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে দুই মেয়াদে সফলতার সাথে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভূয়সী প্রশংসা করেন। বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে নানা চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করেছেন রাষ্ট্রপতি।
আগামি জাতীয় নির্বাচন প্রসঙ্গে সংসদ নেতা বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অধিনে নির্বাচন অবাধ ও নিরেপেক্ষ হয়।
বর্তমান বৈশ্বিক সংকটের কথা তুলে ধরে সংসদে প্রধানমন্ত্রী বলেন, মানুষের খাদ্য যোগান নিশ্চিত করতে সব কিছুই করেছে সরকার।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানীর ঘটনায় শোক ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।