এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ওই ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, কয়েক দিনের প্রচেষ্টায় বিকেলে পরীক্ষামূলকভাবে ইউনিটটির কার্যক্রম শুরু করে। পরে রাত ৮টা ৩২ মিনিটে ওই ইউনিট থেকে প্রথম পর্যায়ে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রেডে যুক্ত হতে শুরু করে।

রাতের মধ্যেই উৎপাদনকৃত এ বিদ্যুৎ ৬০ মেগাওয়াট উন্নীত হওয়ার কথা রয়েছে বলে জানিয়ে কর্তৃপক্ষ।

যান্ত্রিক ত্রুটির কারণে দেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট ৭ সেপ্টেম্বর এবং আরেকটি ৯ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়। সবশেষ গত সোমবার বন্ধ হয়ে যায় তৃতীয় ও শেষ ইউনিটটির উৎপাদন।

আবু বক্কর সিদ্দিক বলেন, এক নম্বর ইউনিট মেরামত কাজ শেষে বৃহস্পতিবার রাত ৮টা ৩২ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায়। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইলেক্ট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প সচল করতে না পারলে সোমবার বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিট চালু করা সম্ভব না। তবে যত দ্রুত সম্ভব চীন থেকে যন্ত্রাংশ এনে এই ইউনিট সচল করার চেষ্টা চলছে।