উয়েফা সুপার কাপ ফুটবলের শিরোপা জিতেই মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুটকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। একটি করে গোল করেছেন ডেভিড আলাবা ও করিম বেনজেমা।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়ে নেয় রিয়াল। প্রথম হাফে বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি বেশ কিছু সুযোগ নষ্ট করে ভিনিসিয়স-বেনজেমারা। তবে ম্যাচের ৩৭ তম মিনিটে কোন ভুল করেননি আলাবা। ক্যাসেমিরোর পাস থেকে বল জালে জড়ান এই অস্ট্রিয়ান। প্রথম হাফে এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা। বিরতি শেষে রিয়ালের আক্রমণের ধার আরও বাড়ে। এরপর ৬৫ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে কারিম বেনজেমার গোলে শিরোপা নিশ্চিত করে ফেলে রিয়াল।
এই শিরোপাজয়ের ফলে সুপার কাপ ইতিহাসে সর্বোচ্চ শিরোপার রেকর্ড গড়ে ফেলল রিয়াল। এর আগে সবচেয়ে বেশি ৫ বার শিরোপা জেতার কৃতিত্ব ছিল বার্সেলোনা ও এসি মিলানের। সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বেনজেমারা, এর আগে ২০০২, ২০১৪, ২০১৬, ২০১৭ সালে শিরোপা জিতেছিল দলটি।
এদিকে দলের রেকর্ডের রাতে নিজেও রেকর্ড গড়েছেন বেনজেমা। এদিন রিয়ালের জার্সি গায়ে ৩২৪তম গোলের দেখা পান তিনি। রাউল গনজালেসকে সরিয়ে তিনি বনে যান রিয়ালের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তার আগে আছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো, তার রিয়ালের হয়ে গোল ৪৫০ টি।