এক সময় ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু দু’জনের কেউই তা স্বীকার করেননি। এর মাঝেই ঋষভ দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রায় দেড় বছর শয্যাশায়ী ছিলেন । তারপর একটা সময় পন্থ এবং উর্বশী বাগ্যুদ্ধে জড়ান । নাম না করে একে অপরকে আক্রমণ করেন।
এবার ঋষভের সঙ্গে তার প্রেমের সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে উর্বশী জানান, ‘ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতই রাখতে চান তিনি!’
উর্বশী এই সাক্ষাৎকারে জানিয়েছেন, আমার সঙ্গে ঋষভের নাম জড়িয়ে নানা রসিকতা চলেছে। ভুয়া খবরও রটেছে। আজকে সবাইকে একটা কথা স্পষ্ট করতে চাই। আমি ব্যক্তিগত জীবনকে, ব্যক্তিগত রাখতে চাই। এই মুহূর্তে একটাই লক্ষ্য, আমার ক্যারিয়ার। এটা নিয়ে ব্যস্ত থাকতে চাই।
যোগ করে বলনে, কিন্তু এ ধরনের গুঞ্জন আমার ইমেজকে নষ্ট করছে। আর সে কারণেই আজকে স্পষ্ট করলাম। যেদিন আমার প্রেম, বিয়ে নিয়ে বলার মতো কোনও কিছু থাকবে, আমি নিজে জানাব।
শোনা যায়, ২০১৮ সালের কোনও সময়ে সম্পর্কে জড়িয়ে ছিলেন ঋষভ-উর্বশী। কিন্তু বেশিদিন টেকেনি এই সম্পর্ক। তার এতদিন পরেও কেন নাম না করে ঋষভের প্রতি বার্তা দিচ্ছেন উর্বশী, তা নিয়ে সন্দিহান নেটিজেনরা। আগামী দিনে কোনদিকে মোড় নেয় ঋষভ-উর্বশীর সম্পর্কের রসায়ন, সেই নিয়ে বেশ আগ্রহী নেটিজেনরা।