আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছেন ১১টি শিক্ষাবোর্ডের  মোট ১২ লাখ তিন হাজার চার’শ সাতজন পরীক্ষার্থী। যদিও গতবছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় দুই লাখ। সারাদেশে এবার দুই হাজার ছয়’শ ৪৯টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন,  প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৈশ্বিক করোনা অতিমারি, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর নির্ধারিত সময় থেকে পিছিয়ে রবিবার শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষাবোর্ডে  মোট ১২ লাখ তিন হাজার চার’শ সাতজন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার সাত’শ ৯৬ জন ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ছয়’শ ১১ জন ছাত্রী । নতুন সিলেবাসে নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে। সকাল ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।

সকালে সরকারি বেগম বদরুন্নেছা মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দিপু মনি। এসময় কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে সার্বিক খোঁজ-খবর নেন তিনি। পরে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, সুষ্ঠুভাবে এবং প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

পরীক্ষার জন্য ১৪ই ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম শুরু হলে কোচিংয়ের ওপর নির্ভরতা কমবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে সারাদেশে সুষ্ঠুভাবেই শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিবেশ সুষ্ঠু রাখতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।