এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রশ্নফাসেঁর গুজব এড়াতে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা ঘিরে প্রশ্নফাসেঁর গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, বৈশ্বিক করোনা অতিমারি, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর নির্ধারিত সময়ে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। যা গত এপ্রিল মাসে হওয়ার কথা ছিলো। নতুন সিলেবাসে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষায় এবার নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বর। অর্থাৎ ৩৭ দিনেই শেষ হবে এইচএসসির লিখিত পরীক্ষা।
পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী চলতি বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে।
প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ছিল দীর্ঘদিন। এ অবস্থায় গত বছর প্রায় ৯ মাস পিছিয়ে নভেম্বরের মাঝামাঝি এসএসসি আর ডিসেম্বরের শুরুতে নেওয়া হয় এইচএসসি পরীক্ষা। তবে এ বছর করোনার পাশাপাশি বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যায়।