জুনিয়র এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রইলো। গত আসরের মতো এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত আসরে স্বাগতিক ওমানের বিপক্ষে টাইব্রেকারে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এই টুর্নামেন্টে নির্ধারিত সময়ের মধ্যেই ৪-২ গোলে চীনকে হারিয়েছে তারা।
বাংলাদেশ ম্যাচের ২৭ মিনিটের মধ্যে তিন গোল করে নিজেদের মুন্সিয়ানা দেখায়।
হাসান ২২ ও ২৭ মিনিটে আক্রমণ থেকে দুটি গোল করেন। মাঝে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে নিশানাভেদ করে ব্যবধান বাড়িয়ে নেন।
তিন গোলে পিছিয়ে থেকে চীন পাল্টা আক্রমণে ওঠে। দুই গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা বাড়ায় তারা।
৩৩ মিনিটে লুও জিয়ালং আক্রমণ থেকে এক গোল করেন। ৪১ মিনিটে চেনজিয়ানঝেন পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৩-২ করেন।
বাংলাদেশ এরপর আবার ব্যবধান বাড়ায়। তবে চতুর্থ গোল পেতে সময় লেগেছে। ৫৩ মিনিটে মোহাম্মদ জয় আক্রমণ থেকে গোল করে চীনকে আরও পিছিয়ে দেন।
শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে উৎসবের মেজাজে টার্ফ ছেড়েছে বাংলাদেশ। এখন চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলবে তারা।