জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, এনআইডি কার্যক্রম ইসির অধীনে থাকুক তা চায় বর্তমান নির্বাচন কমিশন। সাংবিধানিক নির্বাচন কমিশনকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত সাংঘর্ষিক। এই ডাটাবেইজ ইসি করেছে। অন্য কোন দফতরে এই কার্যক্রম যাওয়া যৌক্তিক নেই।

তিনি বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে আগের আইনে ফিরে যেতে বিগত কমিশন ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চিঠি দিয়েছিলো। এরই ধারাবাহিকতায় কমিশন থেকে আবারো পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিশন।
ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে বিশেষ এলাকায় ফরম সহজীকরণ করা হবে জানিয়ে তিনি বলেন, যারা মোটামুটি নিশ্চিত বাংলাদেশের নাগরিক তাদের বিশেষ ফরম পূরণ করা লাগবেনা।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইভিএম প্রকল্প শেষ হয়েছে, তবে এখনও ইভিএম নির্বাচন কমিশনে টেকওভার করা হয়নি। ভবিষ্যতে ইভিএম কিভাবে ব্যবহার হবে তা জানা নেই। বর্তমানে যেসব ইভিএম আছে তা জরুরি ভিত্তিতে বুঝে নেয়ার সিদ্ধান্ত হয়েছে কমিশন সভায়।