যেসব রাজনৈতিক দল একই আসনে একাধিক প্রার্থী দিয়েছে তাদের একক প্রার্থী চূড়ান্ত করে ১৭ই ডিসেম্বর বিকেল চারটার মধ্যে জানাতে হবে বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৩রা ডিসেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
এছাড়াও, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র যাচাইয়ের প্রক্রিয়া চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত। এরপর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ই ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ই ডিসেম্বর। সেদিন থেকেই প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন। আর ভোটগ্রহণ হবে ৭ই জানুয়ারি।