ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার। তবে আগের মত নির্বাচন আর করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলের আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। ইফতার অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিকদের উপর নেতাকর্মীরা চড়াও হওয়ায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন মির্জা ফখরুল।