পাকিস্তান জাতীয় পরিষদের ৩৩টি আসনের উপনির্বাচনী লড়াই হবে আগামী মার্চে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা ২০২২ সালের এপ্রিলে এসব আসন থেকে পদত্যাগ করেন। এ বছরের জানুয়ারিতে পদত্যাগপত্র গৃহীত হয়। এরপর আসনগুলো শূন্য ঘোষণা করা হয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক বার্তামাধ্যম ডন।
রোববার পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কোরেশী জানিয়েছেন, মার্চে হতে যাওয়া এ নির্বাচনের ৩৩টি আসনের সবগুলোতে একাই লড়বেন দলীয় প্রধান ইমরান খান।
রোববার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শাহ মাহমুদ কোরেশী বলেন, ‘আমরা উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসনে একা নির্বাচন করবেন।’ পিটিআই রাজনীতির মাঠ ফাঁকা রাখবে না বলে জানান এ নেতা।
আগামী ১৬ মার্চ জাতীয় পরিষদের ৩৩টি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় পাকিস্তানের নির্বাচন কমিশন। জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআইয়ের আইনপ্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণ করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
এর আগে, ২০২২ সালের ৯ এপ্রিল আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর দুইদিন পর পিটিআইয়ের ১২৩ আইনপ্রণেতা পদত্যাগ করার ঘোষণা দেন।
ইমরান খান ৩৩টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন মূলত তার জনপ্রিয়তা যাচাই করতে।