ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে ১৯৭১ ইস্যু সমাধানের আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মিশরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার সাথে সাক্ষাত করলে ড.ইউনুস এ আহ্বান জানান।
শেহবাজ শরিফকে ১৯৭১ সাল ইস্যু সমাধানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সমস্যাগুলো সমাধান করা উচিত যেন ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে যেতে পারে। সমস্যাগুলো বারবার আসছে। আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য সেগুলো সমাধান করি। বলেন, এসময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সমাধান করা ভালো হবে’।
শেহবাজ শরিফ বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বিষয়গুলো সমাধান করা হয়েছে। কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে সেগুলো নিয়ে কাজ করলে খুশি হব।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সত্যিই উন্মুখ।’
সাক্ষাতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক জোরদার করতে সম্মত হন ড. ইউনূস ও শেহবাজ শরিফ। দুই দেশের মধ্যে চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেন তারা। পারস্পরিক স্বার্থ এবং সার্ককে পুনরুজ্জীবিত করা নিয়েও তারা আলোচনা করেন।
জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি একটি সর্বোচ্চ অগ্রাধিকার। আমি সার্কের ধারণার বড় ভক্ত। আমি এই বিষয়টি নিয়ে বারবার কথা বলছি। আমি সার্ক নেতাদের একটি শীর্ষ সম্মেলন চাই। তা শুধু একটি ছবির জন্যও হতে পারে, তবুও সেটি একটি শক্তিশালী বার্তা বহন করবে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় চিনিকলগুলোকে আরও ভালোভাবে পরিচালনা করার জন্য কারিগরি সহায়তার প্রস্তাব দেন। একইসঙ্গে তিনি ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অভিজ্ঞতা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি অধ্যাপক ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।