২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দিতে বন্ধু প্রতীম দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ (শনিবার) সকালে মুক্তিযুদ্ধ যাদুঘরে গণহত্যা দিবসের আলোচনায় এই আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম দাবি করেন, বর্তমান বিশ্বের একাধিক বিবদমান রাষ্ট্র সে সময় বাঙালি গণহত্যার পক্ষে ছিল। কারণ তারা পাকিস্তানকে অব্যাহতভাবে সামরিক সমর্থন দিয়েছিল। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেসব রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ‘আমরা গণহত্যার স্বীকৃতি না পেলেও আন্তর্জাতিকভাবে সেটা আদায়ে শেখ হাসিনার নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে’।
গণহত্যা দিবসে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় মোমবাতি প্রজ্জ্বলন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিলো।