বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে চেতনা লালন করে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো, সে চেতনা থেকে দেশ অনেক দূরে সরে গেছে।

সরকারই সাম্প্রদায়িকতা লালন করে অন্যের ওপর দায় চাপায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব।

রিজভী আরও বলেন, সরকার একচ্ছত্র শাসন চালু করেছে। দেশের মানুষ আজও গণতন্ত্রহারা।

তিনি বলেন, বিএনপিসহ সমমনা দলগুলোর যে এক দফা আন্দোলন করছে, সেই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি হলো একুশের চেতনা। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতাকে বিজয়ী করতে হবে।

রিজভী বলেন, ‘আমাদের এক দফার আন্দোলন থামেনি, আন্দোলন চলছে। আমাদের যে লক্ষ্য, সেটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা এক দফার আন্দোলনের অটুট আছি, থাকবো।’

এ দিন কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গড়ে তোলা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে সকালে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর আজিমপুরে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে রিজভী সাংবাদিকদের সাথে কথা বলেন।