অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকির পর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে বইমেলায়। আজ (শুক্রবার) সকাল থেকে বাংলা একাডেমি ও বই মেলা প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য।

এর আগে, অমর একুশে বইমেলা ও পুলিশ সদর দপ্তরে বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদাকে উড়ো চিঠি পাঠানো হয়। ডাকযোগে পাঠানো চিঠিতে হুমকিদাতা হিসেবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কথা উল্লেখ রয়েছে।

হুমকির পর থেকে মেলায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার সকালে মেলায় শিশুপ্রহর শুরু হওয়ার কথা থাকলেও সেখানে অংশগ্রহণকারী অভিভাবক ও শিশুদের সংখ্যা একেবারেই কমে গেছে। পুরো এলাকায় অবস্থান করছেন অসংখ্য পুলিশ সদস্য।

ডিএমপি সূত্রে জানা যায়, বোমা হামলার হুমকির বিষয়টি তারা বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এক্ষেত্রে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি কোণায় কোণায় ডগ স্কোয়াড দিয়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে। অনাকাঙ্খিত কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিট এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করছে। মেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। লেখক-পাঠকদের শঙ্কার কোনো কারণ নেই। সবাইকে নির্ভয়ে মেলায় আসার আহবান জানিয়েছে পুলিশ।