ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়েতে রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সটি শনিবার (২৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সাত যাত্রী ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অ্যাম্বুলেন্সটির চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ওই সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের।