সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি’র সিনিয়র নেতারা। প্রহসনের নির্বাচন করে আওয়ামী লীগকে এবার ক্ষমতায় যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। শুক্রবার রাজধানীতে গণমিছিলে অংশ নিয়ে দলটির নীতি নির্ধারক নেতারা জানান, ক্ষমতাসীনদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজধানীতে গণমিছিল করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি নগরীর বাড্ডা ও কমলাপুর এলাকায় এই মিছিল করে। এতে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা যোগ দেন।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি’র সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতায় দেশ আজ ধ্বংসের কিনারায়।
সরকার আবারও কারচুপির নির্বাচনের পথে হাঁটছে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নাম সর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেয়া উদ্দেশ্যমূলক।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির গণমিছিল শুরু হয় কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে। এতে কেন্দ্রীয় নেতারা বলেন, সরকারের নিপীড়ন নির্যাতনের জবাব রাজপথেই দেয়া হবে।
পরে নেতাকর্মীদের নিয়ে শুরু হয় গণমিছিল। উত্তর বিএনপির মিছিলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি উত্তর বাড্ডা, গুলশান লিংক রোড, মধ্য বাড্ডা, রামপুরা ব্রিজ, রামপুরা বাজার হয়ে মালিবাগ চৌধুরী পাড়ায় গিয়ে শেষ হয়।
অন্যদিকে, কমলাপুর স্টেডিয়ামের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা। মিছিলটি মুগদা, বাসাবো, খিলগাঁও প্রধান সড়ক হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।