সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ১৪ হাজার ৯৫৫ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদের মধ্যে বেশিরভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গত ২২ ফেব্র“য়ারি থেকে অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে জানিয়েছে গাল্ফ নিউজ।
গালফ নিউজ জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহে চালানো অভিযানে ১৪ হাজার ৯৫৫ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৯ হাজার ৮০ জন, সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইনে ৩ হাজার ৮৮ জন, শ্রম আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার ৭৮৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে প্রবেশের দায়ে ৮৪৯ জনকে আটক করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান চলাকালে আবাসন, সীমান্ত এবং কাজের বিধিবিধান লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগে জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে দেশটিতে গ্রেফতার ৫৭ হাজার ৭৮৭ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তাদের উৎস দেশে পাঠানো প্রক্রিয়া চলছে।