আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে পরাজিত করার ঘোষণা দিয়েছেন বিএনপি’র সিনিয়র নেতারা। সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো সময় আছে ক্ষমতা ছেড়ে দিন। আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে আপনাদের পতন ঘটাবো, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, কারাবন্দি সকল রাজবন্দিদের মুক্ত করব।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

১০দফা দাবি আদায়ে ১১ই ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের পদত্যাগসহ দশ দফা দাবি আদায়ে শনিবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। এতে ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হন। সমাবেশে বিএনপি’র সিনিয়র নেতারা অভিযোগ করেন, সরকার জনগনের সমস্যার দিকে না তাকিয়ে দিনদিন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। সবশেষ উপনির্বাচনে ক্ষমতাসীনদের দেউলিয়াত্ব ফুটে উঠেছে বলে দাবি করেন তারা।

এসময় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের ব্যর্থতায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকার নিজেদের দুর্নীতির টাকা বিদেশে পাচার করে এখন আইএমএফ থেকে ঋণ নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় যেতে নয় বরং মানুষের ভোটাধিকার রক্ষায় আন্দোলনে নেমেছেন তারা। বর্তমান সরকারকে বিদায় করতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।

আগামী দিনের কর্মসূচি সফল করতে রাজপথে বৃহত্তর ত্যাগ স্বীকারে প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয় ঢাকার সমাবেশ থেকে।