জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগে এখন থেকে বাংলা ভাষাও ব্যবহার হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সংস্থাটির সব ধরনের কার্যক্রমে বহুভাষা ব্যবহারের একটি প্রস্তাব পাস হয়েছে। যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা পাঠাতে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার, বাংলা ভাষাকে বৈশ্বিক এই সংস্থায় প্রাতিষ্ঠানিক রূপ দেবে। এই প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে সংস্থাটির সব ধরনের কার্যক্রমের তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ভাষার পাশাপাশি বাংলাতেও পাওয়া যাবে। ভারতের পক্ষ থেকে অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূতি বলেন, জাতিসংঘের ছয়টি সরকারি ভাষা রয়েছে- ইংরেজি, রুশ, স্প্যানিশ, চীনা, আরবি ও ফরাসি। তবে বাংলা, হিন্দি ও উর্দু ভাষাকে জাতিসংঘের তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার এই ভাষাগুলোকে প্রাতিষ্ঠানিক করে তুলবে।

প্রস্তাবের তাৎপর্য উল্লেখ করে তিরুমূতি বলেন, ‘বহু ভাষাবিদ জাতিসংঘের মৌলিক মূল্যবোধ হিসেবে স্বীকৃত। বহুভাষিকতাকে অগ্রাধিকার দেয়ার জন্য আমরা মহাসচিবকে (জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস) ধন্যবাদ জানাই।’

বাংলা, হিন্দি ও উর্দুকে জাতিসংঘে যোগাযোগের ভাষা হিসেবে গ্রহণ করার প্রস্তাব গৃহীত হওয়াকে স্বাগত জানিয়েছে ভারত।