বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপিরঘোষিত পদযাত্রা কর্মসূচিকে বিএনপির মরণযাত্রা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা বিএনপির পদযাত্রা নয়, মরণযাত্রা। তিনি বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে, পদযাত্রাও ব্যর্থ হবে।

আজ (শনিবার) সকালে উত্তরায় মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ও বিএনপি নেতাদের কোনো কাজ নেই। শুধু কথার চাতুরি, মিথ্যাচার আর বিষোদাগার করা তাদের কাজ। বাধ্য হয়ে তাদের কথার জবাব দিতে হয় আমাদের।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি’র গণজোয়ারে ভাটা পড়েছে। আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং পদযাত্রা ব্যর্থ হবে। আগামী নির্বাচনেও তাদের রাজনৈতিক মরণ হবে।

তিনি বলেন, জনগণ চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না হলে বিদায় নেবে। বিএনপির মতো বন্দুকের জোরে ক্ষমতায় থাকবে না আওয়ামী লীগ। আমরা নির্বাচনে জিতলেও জনগণের পাশে থাকবো, হারলেও জনগণের পাশে থাকবো।

ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রী বলে দিয়েছেন কোনো সংঘাত যেন না হয়। তাই আমরা পাল্টাপাল্টি কর্মসূচি না দিয়ে বস্ত্র বিতরণ করছি। তবে আক্রমণ করলে সমুচিত জবাব দেয়া হবে।’

অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যে দলের শীর্ষ দুই নেতাই দুর্নীতিবাজ হত্যাকারী, আদালতের রায়ে একজন জেলখানায়, অন্যজন পলাতক, জনগণ সেই দলকে কখনোই ক্ষমতায় আনবে না।

আর ৫৪ দল ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে অভিযোগ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চায় না। তারা আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দিতে রাজপথে আছি রাজপথে থাকবো।