প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন আন্দোলনকে ঘিরে এতগুলো মানুষের প্রাণহানী অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার তদন্তের জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা নেয়া হবে, যাতে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচিত হয়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে গতি আনতে আরো দু’জন বিচারক নিয়োগের কথাও জানান তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যে উঠে আসে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ও প্রাণহানির বিষয়টি।
শেখ হাসিনা বলেন, এতোগুলো মানুষের প্রাণহানি অত্যন্ত কষ্টের। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে।
তিনি জানান, ঘটনা তদন্তের জন্য এরই মধ্যে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। তাতে আরো দুজন বিচারককে নিয়োগ দেয়া হয়েছে।
সহিংসতা করে কার কী অর্জন হলো, সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, এমন ঘটনা ঘটিয়ে দেশের সুনাম ক্ষুন্ন করা হয়েছে।
পরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিরা। মৎস্য আহরণ ও রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরো এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।