টানা তৃতীয় মেয়াদে এনডিএ জোটের নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। একই সাথে তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবে সম্মতি দিয়েছে জোটটির নবনির্বাচিত এমপিরা। দিল্লিতে, পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে এনডিএ জোটের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

এখন আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আর্জি নিয়ে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন মোদি। রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে নতুন সরকার গঠন করবেন। আগামী রোববার নরেন্দ্র মোদির শপথ নেয়ার কথা রয়েছে।

এরমধ্য দিয়ে রেকর্ড টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। তবে আগের দুই মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপির এই প্রথম সরকার গঠনের শরিকদের সমর্থনের প্রয়োজন হচ্ছে। সরকার গঠনের জন্য ২৭২ আসন প্রয়োজন ছিলো। কারণ লোকসভার ৫৪৩ আসনের মধ্যে এককভাবে মাত্র ২৪০টি আসন পেয়েছে বিজেপি। এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন।