ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গতরাতে ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে জয়সূচক গোলটি আসে নাথান আকের পা থেকে।
ম্যাচে সিটি জয় পেলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তৃতীয় মিনিটে রদ্রির আক্রমণের পর পঞ্চম মিনিটে পাল্টা আক্রমণে ওঠে আর্সেনাাল। তবে সত্যিকারের সুযোগ আসে ২১তম মিনিটে। ফ্যাবিও ভিয়েরার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শট নিয়েছিলেন আর্সেনালের ট্রসার্ড। তবে সিটি গোলরক্ষক দারুণ সেভ করেন।
মিনিট চারেক পর সিটির ডি ব্রুইনার শট চলে যায় গোলপোস্ট ঘেঁষে। বিরতির আগে বলার মতো আর সুযোগ কেউ পায়নি। তবে বিরতি থেকে ফিরে আর্সেনালের ওপর চাপ বাড়ায় সিটি। তার সুফলও আসে। ৬৪তম মিনিটে দারুণ এক গোলে সিটিকে এগিয়ে নেন নাথান আকে।
গোল হজমের পর আর্সেনালের আক্রমণের ধার বাড়ে একটু। কিন্তু সিটির আঁটসাঁট রক্ষণে তারা চিড় ধরাতে পারেনি। মাঝে আর্লিং হাল্যান্ড দুইটি সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারতো।
ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে ছিল ম্যানচেস্টার সিটির। সেখানে ৪৪ শতাংশ সময় বল দখলে রেখেছিল আর্সেনাল। সিটির আট আক্রমণের বিপরীতে আর্সেনাল আক্রমণ করেছে পাঁচটি।