ফ্লোরিডায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা ভাষার সম্প্রচারমাধ্যম এফবি টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার ভার্চুয়াল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১৮ জানুয়ারি দর্শকনন্দিত এই টেলিভিশন চ্যানেলটি তৃতীয় বর্ষ পেরিয়ে চতুর্থ বছরে পদার্পন করে। তবে করোনা মহামারীর কারণে এবার সরাসরি কোন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।

আগামী ২১ জানুয়ারি শুক্রবার ফ্লোরিডা ও নিউইয়র্ক সময় রাত ১০টায় এফবি টিভির চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি এফবি টিভিতে এবং ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের সময় অনুযায়ী ২২ জানুয়ারি, শনিবার, সকাল ৯টায় অনুষ্ঠানটি দেখা যাবে।

“আলোয় ভরা প্রাণ’ শিরোনামের এবারের অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক বিজয়ী লেখক ড. নুরুন নবী। সম্মানিত অতিথি খ্যাতিমান লেখক, গীতিকার ও ইউসিএফ কলেজ অব মেডিসিন এর অধ্যাপক ড. সেজান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক ডা. সুলতান সালাহউদ্দিন আহমেদ, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট এপিডেমিওলজি এবং বায়োস্ট্যাটিস্টিকস এর প্রতিষ্ঠাতা চেয়ার ড. নেসার ইউ আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন টেলিভিশনের সিইও টিটন মালিক, এফবি নিউজ টোয়েন্টি ফোর সেভেন এর চেয়ারম্যান নাঈম খান দাদন, এফবি নিউজ টোয়েন্টি ফোর সেভেন এর সিইও আরশাদ আলী এবং এফবি টিভির পরিচালক আওলাদ হাওলাদার।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী লাবনী। সঞ্চালনা করবেন লেখক, সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন।

এফবি টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এরিমধ্যে বাণী দিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বাণীতে রাষ্ট্রদূত উল্লেখ করেছেন “মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা ভাষার টেলিভিশন ‘এফবি টিভি’ চতুর্থ বর্ষে পদার্পন করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। আমি এ উপলক্ষ্যে চ্যানেলটির উদ্যোক্তা, সাংবাদিক, কলাকুশলী ও দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই”।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আশা করে লিখেন, “এফবিটিভি’ তথ্য ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখবে। আবহমান বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত রূপকল্প ২০৪১-কে এগিয়ে নিতে অবদান রাখবে”। ২০১৯ সালের ১৮ জানুয়ারি ‘প্রবাসে আপনার পাশে’ এই শ্লোগান নিয়ে এফবি টিভি যাত্রা শুরু করেছিল। দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় দিনে দিনে এফবি টিভি সমৃদ্ধ হচ্ছে। চলার পথে ফ্লোরিডায় প্রতিষ্ঠিত বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেলটি অনেক বিশিষ্টজনের কাছ থেকেও শুভকামনা পেয়েছে। আনন্দের এই সময়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এফবি টিভি কর্তৃপক্ষ।