‘প্রবাসে আপনার পাশে’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা ফ্লোরিডার প্রথম বাংলা ভাষার টেলিভিশন এফবি টিভি’র দুই বছর পূর্তিতে হয়ে গেলো এক আনন্দ আয়োজন। একই অনুষ্ঠানে অনলাইন পোর্টাল এফবি নিউজ টোয়েন্টি সেভেন ফোর এর শুভযাত্রা শুরু হয়। এ উপলক্ষ্যে একটি বাণী দিয়েছেন বাংলাদেশের মহামাণ্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।

ফ্লোরিডার কোরাল স্প্রিংয়ের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানকে আজীবন সম্মাননা জানানো হয়। সম্মাননা দেয়া হয় নিউইয়র্ক ও ফ্লোরিডার কীর্তিমান বেশ কয়েকজন প্রবাসীদেকেও।

স্থানীয় সময় শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবি টিভির সিইও এবং এফবি নিউজ টোয়েন্টি ফোর সেভেন ডট কম এর সম্পাদক-প্রকাশক টিটন মালিক। লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনলাইন পত্রিকাটির চেয়ারম্যান নাঈম খান দাদন, সিইও আরশাদ আলী, সহ প্রকাশক আওলাদ হাওলাদার, এফবি টিভি অ্যাওয়ার্ড ২০২১ এর আহবায়ক সালাম চাকলাদার এবং ইভেন্ট সেক্রেটারি মোহাম্মদ খোরশেদসহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেন, ‘বাংলা ভাষায় ফ্লোরিডা থেকে সম্প্রচারিত এফবি টিভি দুই বছর পেরিয়ে তিনে পা দিয়েছে; এটি নি:সন্দেহে একটি আনন্দ সংবাদ। সেই সঙ্গে একটি অনলাইন পত্রিকাও প্রকাশিত হয়েছে জেনে খুশি হলাম’।

রাষ্ট্রদূত বলেন, ‘এফবি টিভি এবং নতুন যাত্রা শুরু করা অনলাইন পোর্টালে বাংলাদেশের ইতিবাচক ও গঠনমূলক সংবাদ প্রকাশিত হবে এমনটাই আশা করছি। বিশেষ করে উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতিফলন তুলে ধরে বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি”। তিনি আরও বলেন, “আমি আশা করি  যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মুখপত্র হিসেবে কাজ করবে এই গণমাধ্যম দুটো। আপনারা প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও আশা-আকাঙ্খার কথা তুলে ধরবেন”।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার তাগিদ দিয়ে তিনি বলেন, “এর মধ্য দিয়ে ভবিষ্যত প্রজন্মের হৃদয়ে দেশের প্রতি গভীর আবেগ, ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরিতে আপনারা ভূমিকা রেখে যাবেন; এমনটাই আমার প্রত্যাশা”।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই খ্যাতিমান সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানকে আজীবন সম্মাননা দেয়ার জন্যে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

স্বাধীনতার ৫০ বছরকে সামনে রেখে দেয়া এই সম্মাননায় আপ্লুত হন দুই শিল্পী। সম্মাননা গ্রহণ করে এক প্রতিক্রিয়ায় রথীন্দ্রনাথ রায় বলেন, “যে দেশের জন্যে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, সেই দেশ এখন অনেক এগিয়ে গেছে। প্রবাসীদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে সত্যিই আমি আপ্লুত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা ছড়িয়ে দিতে হবে ভবিষ্যত প্রজন্মের মাঝে”।

শহীদ হাসান বলেন, ‘কোন কিছু পাওয়ার আশায় সেদিন দেশের জন্যে নিজেকে সপে দেইনি। দেশটাকে ভালোবেসে কাজ করে গেছি। দেশ এগিয়ে যাচ্ছে। সেটাই বড় সম্মাননা, পাওয়া। তবুও আপনারা যে ভালোবাসা দিয়েছেন, সেটা মন থেকে গ্রহণ করলাম”।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা ছাড়াও এফবি টিভি সম্মাননা জানানো হয় কয়েকটি প্রতিষ্ঠান ও বিশিষ্টজনদেরকে। নিউইয়র্ক থেকে সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী লুৎফুন নাহার লতা, আবৃত্তি শিল্পী গোপন সাহা, শিক্ষাবিদ অধ্যক্ষ রানা আহমেদ, তবলা শিল্পী তপন মদক, কমিউনিটি অ্যাকটিভিস্ট মুহাম্মদ আলী বাবুল, অভিবাসন ও ট্যাক্স বিশেষজ্ঞ মিয়া জাকির, সাংবাদিক ও কমিউনিটি অ্যাকটিভিস্ট তোফাজ্জল লিটন, সঙ্গীত শিল্পী তামি যাকারিয়া এবং সাকসেস মাল্টিপারপাস অ্যান্ড ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের সিইও মো. আকতারোজ জামান।

এছাড়া ফ্লোরিডা থেকে আরও সম্মাননা পেয়েছেন ড. নেছার ইউ আহম্মেদ জুনায়েদ আক্তার, ক্যাথরিনা কেয়া রোজারিও, রায়হান আহমেদ, সৈয়দ মঈনুদ্দিন আহম্মেদ, নাঈম খান, ইমন করিম, আওয়াল দয়ান, এমরান জনি, আরশাদ আলী, ইশতিয়াক সিদ্দিকী বাবু, লিটন মজুমদার, রুবি আওলাদ, আমিরুল ইসলাম বাবুল, মিথাড খান, শাহীন সুমন বিশ্বাস, মঈনুল ইসলাম এবং সোনিয়া মান্নান। ঢাকা থেকে সম্মাননা পেয়েছেন জাতীয় পুরস্কার বিজয়ী সাবেক ফুটবলার ও সংগঠক আাব্দুল গাফফার এবং রক্সি মাহমুদ। কানাডার মন্ট্রিয়ল থেকে সঙ্গীত শিল্পী পাপ্পু আহমেদ, সাবেক ফুটবলার মামুন জোয়ার্দারকে এফবি টিভি সম্মাননা দেয়া হয়।

বিশেষ ভূমিকার কারণে এবার সম্মাননা দেয়া হয় ফেসবুককেন্দ্রিক প্লাটফর্ম ক্লাব ৯৪ ইউএসকে। এছাড়া এফবি টিভিকে পৃষ্ঠোপোষকতা করার জন্যে নেপা হোলসেল, মায়ামি কে ডিসট্রিবিউটর, জে অ্যান্ড পি, আরশাদ আলী রিয়েলটি, এসসিটি ক্যামেরা, নিরালা সুইটস এবং রয়েল ফার্মেসিকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়।

অনুষ্ঠানে এফবি নিউজের একটি প্রিন্ট ভার্সন উদ্বোধনী সংখ্যা হিসেবে প্রকাশিত হয়। এ ছাড়া সঙ্গীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান। শিশুদের অংশগ্রহণে ছিল গান, নাচসহ নানা আয়োজন। পরে নৈশভোঁজের মধ্য দিয়ে শেষ হয় আনন্দ আয়োজন। এ ছাড়া নারী ফ্লোরিডার পক্ষ থেকে রাষ্ট্রদূত পত্নী জেসমিন ইসলামকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার হিসেবে দেয়া হয়।

উল্লেখ্য এফবি টিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ১৮ জানুয়ারি। কোভিড-১৯ এর কারণে তখন কোন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সেদিন একটি ভার্চুয়াল অনুষ্ঠান হয় “আলোর ঝর্ণাধারা” নামে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।