প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তাই কার্ড নয়, ফুল নয়, জানাই এফবি নিউজ ২৪৭ ডটকমের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ৷ ঈদ মোবারক! ঈদুল আজহা সব মুসলমানদের একটি মহান উৎসর্গের দিন৷ চলুন আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে উৎসর্গ করি৷’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এফবি নিউজ ২৪৭ ডটকমের সকল গ্রাহক, পাঠক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ ঈদ মোবারক’৷

ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন, এই দোয়া করি৷ ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷

শুভেচ্ছা

এফবি নিউজ ২৪৭ ডটকম এর সম্পাদক ও  প্রকাশক টিটন মালিক, চেয়ারম্যান নাঈম খান, কো চেয়ারম্যান ইশতিয়াক সিদ্দিক, নির্বাহী সম্পাদক মিথাড খান, আওলাদ হাওলাদার, গোলাম মোর্শেদ, এক কে আলম, ইমন করিম, সুমন বিশ্বাস, টিপু জামান, আওয়াল দয়ান, মোহাম্মদ খোরশেদসহ নিউজ ব্যুরোর সকল কলাকৌশলী।