এবছরও জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ (রোববার) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, এবছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। জেএসসি-জেডিসি পরীক্ষা যেহেতু হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, ‘এবছর হচ্ছে না জেএসসি, জেডিসি পরীক্ষা। প্রতিষ্ঠান পর্যায়ে মূল্যায়ন হবে। দেয়া হবে সনদ। ২০২৪ থেকে এই পরীক্ষাই থাকছে না, ফলে ২০২৩ সালেও নেয়ার কথা আসছে না।’ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর এইচএসসি পরীক্ষা শেষ করার পরে জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময় হাতে থাকবে না। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া এনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে মোট নির্বাচিত প্রার্থী ১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে শূন্য পদে শিক্ষক নির্বাচন সংক্রান্ত সুপারিশের ফল প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পুলিশ ভ্যারিফিকেশনের পরে চূড়ান্ত নিয়োগ হবে। এসব নিয়োগে ভোগান্তির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ মিললে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগও এনটিআরসিএ’র মাধ্যমে করার বিষয়ে দ্রুত বৈঠকে বসবে মন্ত্রণালয়। পিএসসি’র আদলে এনটিআরসিএ’কে গড়ার বিষয়টি রিভিউ করা হবে, পরিবর্তন হবে কি না, এখনই বলা যাচ্ছে না বলে জানান মন্ত্রী।