শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, এ বছর প্রাথমিক ও দ্বিতীয় এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। নতুন বইগুলো আমরা পরীক্ষামূলক সংস্করণ হিসেবে চালু করেছি। আজ (শুক্রবার) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাবর্ষের বই নিয়ে অনেক সমস্যাই আছে। সেই সমস্যা সমাধানের চেষ্টা আছে কিনা সেটা বড় কথা। অনেক সময় আমাদের পাঠ্যপুস্তকে ছাপার সময় নানা রকমের ভুলভ্রান্তি হয়। আমাদের অনেক সম্পাদনা করা হয় তারপরেও কোথাও কোথাও ভুল কিছু থেকে যায়। সেইগুলো তাৎক্ষণিক সেই সংশোধনী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, যদিও ২০২২ সালে এগুলো আমরা পাইলটিং করেছ। তারপরও যেহেতু আমরা একটা শিক্ষাক্রমে একেবারে রূপান্তর শিক্ষায় রূপান্তর ঘটাচ্ছি শিক্ষাক্রমে অনেক পরিবর্তন আগের তুলনায়। আমরা কীভাবে পড়াচ্ছি। কীভাবে পাঠদান করানো হচ্ছে। কীভাবে মূল্যায়ন হবে। এসবে ব্যাপক পরিবর্তন এসছে। সেই জন্য এই বছরও পুরো ২০২৩ সাল এই বইগুলো প্রথম দ্বিতীয় এবং ষষ্ঠ সপ্তম শ্রেণীর বইগুলো পরীক্ষামূলক সংস্করণে হিসেবে যাবে। সারাবছর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদ সকলের কাছ থেকে আমরা ফিডব্যাক নেব। ২০২৪ সালে যে বইগুলো যাবে, সেগুলো সংশোধন, সংযোজন পরিমার্জন ও বিযোজন যা কিছু দরকার তা আমরা করে নেব।

এ সময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।