লেবাননের পর এবার ইয়েমেনের রাস ইসা এবং হোদেইদাহ এলাকায় হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। রোববার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর আলজাজিরার।

ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে হুথী বিদ্রোহীদের অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গতকাল ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা করে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা।

আমেরিকা সফর থেকে ফিরে এসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই বিমানবন্দরে অবতরণ করার সময় এ হামলা চালানো হয়। তবে বিমানবন্দরে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয় বলে দাবি করেছে ইসরাইল।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইয়েমেন থেকে তেলআবিবের ওই বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হাসান নাসরুল্লাহর হত্যার বদলা হিসেবেই এই হামলা চালানো হয় বলেও জানান তিনি।

এরই জেরে ইসরাইল সরকার তাদের আকাশসীমা ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। ইউরোপের সাথে সব ফ্লাইট-ও বাতিল করা হয়েছে।