মডেলিং থেকে নাটক, সেখান থেকে চলচ্চিত্র- এবার ওয়েব সিরিজের দুনিয়ায় অভিষেক হচ্ছে দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসানের। নাম ‘জিম্মি’। যেটি নির্মাণ করছেন আশফাক নিপুণ।
মঙ্গলবার দুপুরে ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘জিম্মি’ তারই একটি।
‘জিম্মি’ গল্পে দেখা যাবে, সরকারী নিম্নপদস্থ কর্মচারী একজন মহিলা ১০ বছর ধরে কোনো প্রমোশন পায়না। স্বামী স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙখী মহিলাটি একদিন অফিসের স্টোররুমে একটা বড় অংকের টাকার বাক্স পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে মহিলাটি। খুব শিগগিরই সিরিজটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
সিরিজটিতে জয়ার সাথে কে কে থাকছেন, তা এখনো জানা যায়নি।